গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে গোদাগাড়ীর কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাবেব আলী (৪০), স্ত্রী হাসনারা (৩৫), চাঁপাইনবাবগঞ্জ চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০)। এছাড়া চার মাসের শিশু আদিব আল হাসান। নগরীর মুন্নােফের মোড় এলাকার মৃত, ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।
তারা রাজশাহী থেকে একটি কার যোগে গোদাগাড়ীতে বিয়ে দাওয়াত খেতে যাচ্ছিল। বর্তমানে নিহতদের মধ্যে এক নারী ও শিশুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম আরো জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে ছেড়ে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাজীপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ আরো ৫জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এসে এক নারী ও শিশু মারা যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এমকে