গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কের উপর পুলিশের সিগন্যালে থামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চারটি যানবাহন। উপজেলার চাপাল এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ হানি না হলেও কয়েকজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন, উপজেলার খারিজাগাথি গ্রামের ট্রলি চালক কুরহান আলী (৩০) ও পাকড়ী এলাকার মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দামকুড়া থানা পুলিশ এইআই আজিজের নেতৃত্বে চাপাল এলাকায় মহাসড়কে যানবাহন থামিয়ে কাগজপত্র দেখার নামে চেকপোস্ট বসায়। এ সময় রাজশাহীগামী ইট বোঝায় একটি ট্রলি চালককে থামতে সিগন্যাল দেয় পুলিশ। হঠাৎ থামাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ গামী বাসের সঙ্গে ট্রলি ধাক্কা খায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে গাছে মেরে দেয়। বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেল রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় একটি প্রাইভেট কার এসে ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় চারটি যানবহান দমড়ে মুচড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, গোদাগাড়ী ও দামকুড়া থানার সীমান্ত চাপাল এলাকায় মহাসড়কে মাঝে মধ্যেই চেকপোস্ট বসায় দামকুড়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে একইবাই চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র দেখের নামে পুলিশ অর্থ আদায় করছিল। এ সময় পুলিশের সিগন্যালে থামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যানবাহন।
তবে দামকুড়া থানার এসআই আব্দুল আজিজ অর্থ আদায়ের কথা অস্বীকার করে বলেন, যা শুনেছেন সঠিক না। আমি দামকুড়া থানার অধীনে চেকপোস্ট বসায়। সড়ক দুর্ঘটনাওটি হয়েছে দামকুড়া থানা এলাকায়। মহাসড়কে অবৈধ্য যানবাহন রোধ করতে এই চেকপোস্ট বসানো হয়ে থাকে বলে জানান তিনি।
এমকে