1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

গোদাগাড়ীতে দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি

  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
ছবি প্রতিকি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আ’ লীগের সভা উপলক্ষে বাড়ি লোকজনের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। দুই বাড়ি থেকে সোনার গয়না, নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্রসহ চুরি করে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাজিপাড়া গ্রামে বাড়ির লোকজন আ’লীগের সমাবেশে যোগ দেয়ার কোনো এক সময় এ ঘটনায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগি ঝর্ণা বেগম জানান, বিকেল ৪টার পর গ্রামের পাশে আ’লীগের সভায় গিয়েছিলেন তারা। বাড়ি মূল দরজায় তালা লাগানো ছিলো। সন্ধ্যার দিকে সভা শেষে বাড়িতে ঢুকে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখেন ঘরের আসবাবপত্র, বিছনাপত্র এলোমেলো। আলমারী এবং বাক্সের তালা ভাঙ্গা। টিভি টেবিল থেকে মাটিতে। বাক্সের জিনিসপত্র এলোমেলো।
ভুক্তভোগি কাঁদতে কাঁদতে বলেন, বাড়ির দেয়াল টপকিয়ে চুরির ঘটিয়েছে দুর্বৃত্তরা। তার স্বামী দিনমজুর। অনেক কষ্ট করে টাকা

জমিয়ে বড় মেয়ের জন্য সোনার গয়না বানিয়েছিলেন। বাক্স থেকে লাখ টাকার মতো সোনার গয়না, আলমারী থেকে নগদ দশ হাজার টাকা ও অন্যান্য আসবাবপত্র মিলে প্রায় দেড় লাখ টাকার মতো মালামাল নিয়ে গেছে দুর্বত্তরা। তার জমা করা সম্বল সব নিয়ে গেলো চোরের দল এই বলে আবার ভুক্তভোগি কাঁদতে থাকেন।
এ দিকে একই সময়ে একই পাড়ার জিয়ার রহমানের বাড়ি থেকে একই কায়দায় নগদ ৭ হাজার টাকা ও আসবাবপত্র চুরি করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগিরা জানান, এ ঘটনা আ’ লীগ নেতাদের জানানো হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া আইনী ব্যাবস্থার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান ও গোদাগাড়ী থানা আ’লীগ নেতা খাইরুল ইসলাম বলেন, চুরির বিষয়ে তিনি কিছু জানেন না। তাদের কিভাবে সাহায্য করা যায় বিষয়টি জেনে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন, বিষয়টি আমাদের জানা নেই। এখনো কেউ আমাদেরকে জানায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST