বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” স্বোগানে গোদাগাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ পালিত।
শুক্রবার (২৮ এপ্রিল ২০২৩) আনুমানিক সকাল সাড়ে দশটায় উপজেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা কমিটির যৌথ আয়োজন উপজেলার প্রশাসনিক ভবনের সামনে এক বণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিম হলে এসে শেষ হয় ।
আলোচনা সভার শুরুর পূর্বে কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন রাজশাহী জেলা সদর কোর্টের সিনিয়র সহকারী জজ মোঃ সেফাতুল্লাহ ,অতিরিক্ত জেলা জজ মোঃ মাহবুব আলম , গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মন্হত , গোদাগাড়ী পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মোঃ সবুজ হাসান, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া মিলি, গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এ বি এম কামরুজ্জামান বকুল, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন (কাজল), উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ মাসুদ আলম মানিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,মুক্তিযোদ্ধা ও স্কাউট টিমের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।
বিএ/