গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে মমতাজ বেগম (৫০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিজের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী বৃদ্ধা নারী বুদ্ধি প্রতিবন্ধি ছিল। তিনি নিজ ঘরেই তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী জানান, মমতাজ বেগম বৃহস্পতিবার সকালে মেয়ের সাথে ঝগড়া করে নিজ ঘরে শুয়ে যাই তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য তার মেয়ে উঠাতে গেলে ঝুলন্ত লাশ দেখতে পাই । ধারণা করা হচ্ছে, মেয়ের সাথে ঝগড়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
এমকে