খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বান্দরবানের জামছড়িমুখ পাড়ায় সন্ত্রসীদের গুলিতে আহত সাবেক ইউপি মেম্বার উ চ থোয়াই মারমা (৬০) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়িতে মারা যান উ চ থোয়াই মারমা। রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান জানান, গত কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা জানান, গত ২২ ফেব্রুয়ারি ইউপি মেম্বারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমাসহ (৬০) আরও পাঁচজন। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতা নিহত হন এবং আতঙ্কিত হয়ে আরও একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন পাঁচজন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ ও স্থানীয়রা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের আটক করার চেষ্টা করছি। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
খবর২৪ঘন্টা/নই