খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আজ সোমবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানিয়ে লাল-সবুজ পতাকার এই ডুডল হোম পেজে ঝুলিয়েছে গুগল।
লাল-সবুজ রঙের ডুডলের পেছনে বাংলাদেশের সবুজ ভূপ্রকৃতি আর সাদা রঙে গুগল লেখা দেখাচ্ছে।
গুগল তাদের ডুডল পেজে লিখেছে, ৪৭ বছর আগে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এদিন একটি স্বাধীন জাতির জন্ম হয়। আজ বাংলাদেশের মানুষ নানা অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক এই দিনটি পালন করবে।
দিনটিকে স্মরণ করতে গুগল ডুডল প্রকাশ করেছে। ডুডলে বাংলাদেশের মাটিতে গর্বের পতাকা পতপত করে উড়ছে, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে।
বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ নিয়ে তৃতীয়বারের মতো ডুডল প্রকাশ করল গুগল।
খবর২৪ঘণ্টা.কম/রখ