1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গাড়িতে দুই কোটি টাকাসহ ধরা বিজেপি প্রার্থী ভারতী - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

গাড়িতে দুই কোটি টাকাসহ ধরা বিজেপি প্রার্থী ভারতী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গাড়িতে দুই কোটি টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রার্থী ভারতী ঘোষ।

বৃহস্পতিবার গভীর রাতে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, রাত সাড়ে ১২টার দিকে পিংলার মণ্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন চারটি গাড়িতে টাকাসহ হাতেনাতে ধরা পড়েন প্রাক্তন এই আইপিএস।

পুলিশ জানায়, জব্দ টাকার পরিমাণ দুই কোটিরও বেশি। কোথা থেকে এত টাকা এল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে ভারতী ঘোষ দাবি করেন, “পুলিশই গাড়িতে টাকা রেখে নাটক করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”

আগামী রোববার ঘাটাল আসনে ভোটগ্রহণের কথা রয়েছে। ভোট শুরুর আগ থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী ঘোষ। স্বর্ণ প্রতারণাসহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তার।

স্বর্ণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শীর্ষ আদালত জানিয়েছে, এখনই বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা যাবে না। ফলে নির্বাচনী প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন এই বিজেপি প্রার্থী।

কয়েক দিন আগে কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ভারতী। এবার টাকা পাচারের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ল বিজেপি প্রার্থীর।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST