1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গাড়িতে আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

গাড়িতে আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বিএনপি সন্ত্রাস ও নাশকতায় বিশ্বাস করে না। আ.লীগের এজেন্ট দিয়ে গাড়িতে আগুন দিয়ে আগের ধারাবাহিকতায় বিএনপির ওপর দোষ চাপাচ্ছে, বলে মন্তব্য করেছেন দলটির মহাসজিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে, রাজধানীতে বাসে আগুনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, বেআইনিভাবে ক্ষমতায় থাকতে কিনা করেছে এই সরকার। সারা পৃথিবী জানে এখানে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে উপ-নির্বাচনে কেন্দ্র দখল করে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে জাতীয় ঐক্য তৈরী করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু নির্বাচন না দিলে জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত হতে হবে।

এসময় বিএনপির নির্বাচন কমিটির সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, সন্ত্রাসী ভাড়া করে কেন্দ্র দখল করে তারা বিজয়ী হয়েছে। গণতন্ত্রের নামে বাকশাল প্রতিষ্ঠা করেছে। এ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ৫শ’ জনকে। এ পর্যন্ত আটক করা হয়েছে ৩২ জনকে। যাদের মধ্যে ২৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। আসামিদের মধ্যে বেশিরভাগ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।

জে এন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team