খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আজ তফসিল হচ্ছে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের। ইসি কর্মকর্তারা জানিয়েছেন তফসিল ঘোষণার জন্য সকাল এগারোটায় কমিশনের বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে এ দুই সিটির নির্বাচনের দিন তারিখসহ বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খুলনা, গাজীপুর, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে এই পাঁচ সিটিতে নির্বাচনের জন্য আইনগত বা সীমানা সংক্রান্ত কোন জটিলতা নেই।
আগামী একাদশ জাতীয় নির্বাচনের আগেই ৫ সিটি কর্পোরেশন নির্বাচন ইসির জন্য একটি অগ্নিপরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন আগামী জাতীয় নির্বাচন এই ইসির অধীনে কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নির্ভর করছে এ ৫ সিটি নির্বাচনের ওপর। জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে ইসির প্রতি সাধারণ মানুষের গ্রহণযোগ্য বাড়বে বলে উল্লেখ করেন। ইসির পক্ষ থেকে ৫ সিটি নির্বাচনকে টেস্ট কেস হিসেবে মনে করা হচ্ছে।
এদিকে গত বুধবার স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানে কোন আইনী জটিলতা নেই। এর আগে ইসির পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়ে নির্বাচনের জন্য পরামর্শ চাওয়া হয়। বিশেষ করে ৫ সিটিতে আইনগত কোন জটিলতা রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়।
এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগেও স্থানীয় সরকার বিভাগের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। স্থানীয় সরকার বিভাগের পরামর্শ অনুয়ায়ী ঢাকা উত্তর সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু দুই সিটিতে নতুন করে ১৮ ওয়ার্ড যোগ হওয়ায় নির্বাচন নিয়ে আইনগত জটিলতা সৃষ্টি হয়। ফলে তফসিল ঘোষণা করেও উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন করা সম্ভব হয়নি। আদালতের আদেশে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এর আগে ঢাকার দুই সিটির তফসিল ঘোষণা করার পর জটিলতা থাকায় হাইকোর্টে রিট করলে তা বন্ধ করে দেয়া হয়। আগামী সংসদ নির্বাচনের আগে কোনরকম সমালোচনার মুখে পড়তে চায় না কমিশন। আর তাই এ পাঁচ সিটিতে জটিলতা এড়াতে মন্ত্রণালয়কে ওই চিঠি দেয়া হয়েছিল। স্থানীয় সরকার বিভাগের মতামতের পর এখন আর কোন বাধা রইল না ৫ সিটি নির্বাচনের ক্ষেত্রে। ইসি এখন সুবিধামতো সময়ে নির্বাচনের প্রস্ততি গ্রহণ করছে।
জানা গেছে, সিটি নির্বাচন নিয়ে কোন আইনগত জটিলতা না থাকায় রমজানের আগে এবং পরে দুই দফায় এই ৫ সিটি নির্বাচন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে রমজানের আগে খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনের জন্য আজ বৈঠকে বসছে ইসি। বৈঠক শেষে এই দুই নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। এইচএসসি পরীক্ষার শেষে এবং রমজান শুরুর আগে যে ফাঁকা সময়টুকু রয়েছে এই সময়ের মধ্যেই খুলনা গাজীপুর সিটি নির্বাচনের তফসিল দেয়া হতে পারে। তবে একটি সূত্র জানিয়েছে আগামী ১০ মে খুলনা এবং গাজীপুর নির্বাচনের জন্য তফসিল দেয়া হতে পারে।
গাজীপুর ও খুলনার পাশাপাশি রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়াদও এই বছরই শেষ হচ্ছে। বাকি এই তিন সিটি নির্বাচন রমজানের পর জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। তারা জানায়, আগামী ৪ সেপ্টেম্বর গাজীপুর এবং ২৫ সেপ্টেম্বর খুলনা সিটির মেয়াদ শেষ হচ্ছে। আইন অনুয়ায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগের যে কোন সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় সময়মতো নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।
ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, আমরা স্থানীয় সরকার বিভাগের ক্লিয়ারেন্স পেয়েছি, আইনগত ও সীমানা সংক্রান্ত কোন জটিলতা নেই। আজ ৩১ মার্চ কমিশন বৈঠক করে দুটি সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করবে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গত ১৯ মার্চ ইসির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ৫ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসিতে আলোচনা করা হয়েছে। ৫ সিটি কর্পোরেশনের মধ্যে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন আগে করা হবে। এই নির্বাচনের জন্য তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে। ইসি কর্মকর্তারা জানান, ২ এপ্রিল থেকে ৪ মে এইচএসসি পরীক্ষার সূচী রয়েছে। ১৭ মে থেকে শুরু হবে রোজা। সেক্ষেত্রে ৪০-৪৫ দিন সময় রেখে মে মাসের দ্বিতীয় ভাগে কোন এক দিন দুই সিটির ভোট হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ