খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের অটো স্পিনিং মিলের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর ৪টার দিকে একে একে তিনটি পোড়া মরদেহ উদ্ধার করে আনা হয়।
মঙ্গলবার দুপুরে কারখানায় লাগা আগুনে রাসেল নামের এক ব্যক্তি মারা যান। চার শ্রমিক নিখোঁজ ছিলেন। ভোরে কারখানার ভেতর থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, পুড়ে অঙ্গার হয়ে যাওয়া লাশগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।
নিখোঁজ শাহজালালের ভগ্নিপতি ইমরান বলেন, পুড়ে যাওয়া মৃতদেহগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। তবে শাহজালাল যে কক্ষে কর্মরত ছিল ওই কক্ষের পাশ থেকে একটি লাশ উদ্ধার হওয়ায় ধারণা করছি এটাই শাহজালালের লাশ।
অন্যদিকে আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই। আনোয়ারের চাচাতো ভাই সজিব বলেন, “আগুনের পর পরই তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। এক দেড় ঘণ্টা পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। সম্পূর্ণ শরীর পুড়ে গেলে তার মুখের দাড়ি না পোড়ায় আমরা নিশ্চিত এটাই আনোয়ারের লাশ।”
নিহত আনোয়ার (২৭) উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। শাহজালাল (২৬) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাছেন আলীর ছেলে।
তদন্ত কমিটি গঠন
শ্রীপুর উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ‘অটো স্পিনিং লিমিটেড’র তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়াও নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এ তদন্ত কমিটি গঠন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম বলেন, তদন্ত কমিটি আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনায় দায়ীদের চিহ্নিতকরণ, ক্ষয়-ক্ষতির নিরূপণ এবং এরূপ ঘটনা প্রতিরোধে করণীয় সুপারিশমালা প্রদান করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- পরিচালক শিল্প পুলিশ গাজীপুর এর প্রতিনিধি (উপ-পরিচালক পদমর্যাদার), অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশ, শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ মহাপরিদর্শক এবং গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক।
খবর২৪ঘণ্টা, জেএন