খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় নিজেদের ঘর থেকে মেডিকেল কলেজ ছাত্রীসহ মায়ের গলাকাটা লাশ ও বাবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই পরিবারের তিনজনের মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
১৯ জুলাই, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন—হায়দরাবাদ এলাকার আবুল হাশেমের ছেলে কামাল হোসেন (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও মেয়ে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কামাল ওরফে রিমি (১৮)।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কামাল হোসেন তার স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যার পর নিজে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
নিহত কামাল হোসেনের ভাইয়ের স্ত্রী মাহমুদা বেগমের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন, তখন কামাল হোসেনের বাড়ির বাইরে লাইট জ্বলতে দেখেন। এত বেলায়ও লাইট জ্বলতে দেখে ঘরের দিকে এগিয়ে গেলে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। ওই সময় তার চিৎকারে স্বজনরা এসে বারান্দার গ্রিলের লক ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের মেঝেতে মা নাজমা বেগম ও মেয়ে সানজিদার গলাকাটা লাশ দেখতে পান। একই ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল কামাল হোসেনের লাশ।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা অধিকতর তদন্তে স্পষ্ট হবে। লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন