গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাকিষবাতান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে চন্দ্রা থেকে ওই ৪ যাত্রী কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পাঁচজনের মধ্য তিনজন পোশাকশ্রমিক, একজন ব্যবসায়ী এবং একজন অটোরিকশার চালক মারা গেছেন।
উপজেলার মাকিষবাতান এলাকায় পৌঁছালে পিছনে থাকা কেপি পরিবহন বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কে উল্টে যায়। এ সময় ওই অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে চলে গেলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস নামে পরিবহনটি ওই অটোরিকশা ও যাত্রীদের ওপর দিয়ে দ্রুত চলে যায়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশা থাকা দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা অবস্থায় রাতেই ওই তিনজন মারা যান। ইতিহাস পরিবহনটি আটক করা হয়েছে।
বিএ/