খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে হামিম স্পিনিং মিলে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে সোমবার রাতে তাদের মৃত্যু হয়।
এরআগে দুপুরে ইটিপি নির্মাণের কাজ করার সময় গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে কারখানার ভিতরে মাটিতে চাপা পড়ে শ্রমিকরা আহত হন।
নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার আপন (২৪) এবং একই এলাকার মুজিবুর রহমান (২৫)। আহতরা হলেন কুড়িগ্রামের আল
ইমরান (৫৫) একই জেলার সাব্বির (২৫) এবং পঞ্চগড়ের ইমরান (২৫)।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে হামীম স্পিনিং মিলের ভিতরে ইটিপি সম্প্রসারণের জন্য নির্মাণ কাজ চলছিল।
সোমবার দুপুরে প্রায় ৩৫ফুট গভীর গর্তে বসে পাঁচ শ্রমিক রড বাঁধার কাজ করছিলেন। এসময় হঠাৎ করে ওই গর্তের এক পাশের মাটি ধসে পড়ে। এতে সবাই মাটির নীচে চাপা পড়েন।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আপন ও মুজিবুরের মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা, জেএন