খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ সড়কের পাশে সরকারি গাছে ঝুলে থাকা একটি ডাল কাটতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা ফার্মের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছের ওপরে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার পাথিলা গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক হোসেন পাথিলা কৃষি ফার্মের একজন অনিয়মিত শ্রমিক। কাজ না থাকলে তিনি ডাবের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। গত ২০ মে রাতে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা ফার্মের নিকট বড় একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে ঝুলে ছিল। ফারুক জ্বালানির জন্য ওই ডালটি কাটতে গাছে ওঠেন। ডালটি কাটার শেষ পর্যায়ে আকস্মিক তা ভেঙে তার ঘাড়ের ওপর পড়ে। অপর একটি ডালের সঙ্গে পিষ্ট হয় ফারুক। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
জীবননগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর তারা মরদেহটি গাছ থেকে নামাতে সক্ষম হন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা/নই