খবর২৪ঘণ্টা.কম: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদিপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন