1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

প্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা। গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ইলিয়াস জিকো। সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে বুধবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু তাহের। তিনি একই ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন  বলেন, ‘আমার জানামতে জুম্মাবাড়ির একটি ভোটকেন্দ্রে নির্বাচনি সহিংসতায় আবু তাহের নিহত হয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ভোট চলাকালে কেন্দ্রের বাইরে টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী আইজল মিয়ার সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পাখা প্রতীকের মেম্বার প্রার্থী রাসেল আহমেদের কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।

‘একপর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মীরা হাঁসুয়া দিয়ে তার গলা কেটে দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাহেরের মৃত্যু হয়।’

এ ঘটনার পর কেন্দ্র ও এর আশপাশে থমথমে পরিবেশ বিরাজ করছে। গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৫৭টি কেন্দ্রে বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST