খেলা ডেস্ক: এপ্রিলেই প্রথম বার সানিয়া-শোয়েব জুটি অভিনব সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, তাঁরা বাবা-মা হতে চলেছেন।
অক্টোবরেই সানিয়া-শোয়েবের পরিবারে আসছে নতুন অতিথি। দুবাইতে আপাতত টেনিস-কুইন ব্যস্ত নিজের শারীরিক পরিচর্যায়। এমন অবস্থাতেই সুখবর পেলেন সানিয়া মির্জা। তাঁর বায়োপিক আসতে চলেছে খুব শীঘ্রই। মুম্বইয়ের এক ট্যাবলয়েডের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সেই প্রতিবেদনে লেখা হয়েছে, অনেকেই সানিয়ার বায়োপিক নির্মাণে উৎসাহী ছিল। তবে শেষ পর্যন্ত বিখ্যাত প্রযোজক রনি স্ক্রুওয়ালা বায়োপিক নির্মাণের স্বত্ত্ব অর্জন করেছেন।
বায়োপিকের বিষয়বস্তু কী হতে চলেছে? জানা গিয়েছে, সানিয়ার পেশাদারি ও ব্যক্তিগত— দু’ বিষয়কেই তুলে ধরা হবে সেলুলয়েডের পর্দায়। সমর্থকরা ‘ব্যক্তি’ সানিয়াকে আরও ভালভাবে জানতে পারবেন। ছবির নির্মাতারা আপাতত পরিচালকের বিষয়টি ঠিক করতে চাইছেন। তার পরেই কাস্টিং-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সানিয়াই প্রথম ক্রীড়াবিদ নন, যাঁর বায়োপিক সেলুলয়েডে দেখা গিয়েছে। এর আগে ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজাহারউদ্দিন, হকি তারকা সন্দীপ সিংহ, কিংবদন্তি মিলখা সিংহ এবং বক্সার মেরি কমের বায়োপিক দেখেছেন দর্শকরা। জানা গিয়েছে, সানিয়ার পাশাপাশি সাইনা নেহওয়াল, অভিনব বিন্দ্রার বায়োপিকের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এপ্রিলেই প্রথম বার সানিয়া-শোয়েব জুটি অভিনব সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, তাঁরা বাবা-মা হতে চলেছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন