1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গরু পাচার চাঞ্চল্যকর তথ্য, পশ্চিমবঙ্গে ৩ জেলায় তদন্তে সিবিআই টিম - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

গরু পাচার চাঞ্চল্যকর তথ্য, পশ্চিমবঙ্গে ৩ জেলায় তদন্তে সিবিআই টিম

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

গোরু পাচার কাণ্ডের তদন্তে তেড়েফুঁড়ে নামল সিবিআই। কলকাতা ও দিল্লিতে একযোগে তদন্ত শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই দিল্লি থেকে সিবিআই আধিকারিকদের একটি দল পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। তাদের নজরে পশ্চিমবঙ্গের ৩ জেলা।

তদন্তে উঠে এসেছে, বসিরহাট, মালদা ও মুর্শিদাবাদ- এই ৩ জেলা থেকেই মূলত অপরাধ সংগঠিত হয়েছে। এই ৩ জেলাকে কেন্দ্র করেই মূলত চলত গরু পাচারের কারবার। তাই সিবিআই-এর নজরে এখন এই ৩ জেলা। সূত্রে খবর, এই ৩ জেলাতেই পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে চাঞ্চলকর তথ্য।

জানা গিয়েছে, বিএসএফ বা কাস্টমসের ধরা গরুগুলিকে প্রথমে কেনা হত। তারপর সেগুলিকে ৭ গুণ বেশি দামে পাচার করা হয়েছে। বেআইনি সিন্ডিকেট স্ট্যাম্প লাগিয়ে সেই গরুগুলিকে পাচার করা হয়েছে। গরু পাচার কাণ্ডে ধৃত এনামুলকে জেরা করে বসিরহাটের এক ব্যবসায়ীর খোঁজ পেয়েছে সিবিআই। তাঁকে নজরবন্দি করে রাখা হয়েছে।

অন্যদিকে, দিল্লিতেও কলকাতার এক ব্যবসায়ীকে নজরবন্দি করে রেখেছে সিবিআই। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে, আজই ধৃত এনামুলকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাত ১০টার বিমানে কলকাতায় আনা হবে এনামুলকে। সবমিলিয়ে গরু পাচার কাণ্ডের তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই।

জে এন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team