নিজস্ব প্রতিবেদক :
বৈরি আবহাওয়ার কারণে ঠিক সময়ে নামতে না পারায় গভীর রাতে রাজশাহীর শাহমখদুম বিমান বন্দর থেকে ৪২ জন হজ্জ যাত্রীকে নিয়ে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানটির রাজশাহী শাহমখদুম বিমান বন্দরে অবতরণ করার কথা ছিলো বুধবার বিকেল সোয়া ৫টায়। কিন্ত বৈরি আবহাওয়ার কারণে অবতরণ করতে না পারায় সেটি অবতরণ করে প্রায় সাড়ে ৫ ঘন্টা পরে রাত ১১টা ৩২ মিনিটে। এর আধা ঘণ্টার মধ্যেই রাত ১২টায় আবার ৪২ জন হজ্জ যাত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি। বুধবার বিকেলে রাজশাহী বিমান বন্দরে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে অন্যান্য
যাত্রীর সাথে ৪২ জন হজ্জ যাত্রীও ছিলেন। সবাই একটু দুঃশ্চিন্তার মধ্যে ছিলেন ঢাকা যাত্রা নিয়ে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী শাহমখদুম বিমান বন্দরের ব্যাবস্থাপক সেতাফুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে ঠিক সময়ে অবতরণ করতে না পারায় বুধবার রাত ১১টা ৩২ মিনিটে বাংলাদেশ এয়ার লাইন্সের বিমানটি অবতরণ করে। এরপর রাত ১২টায় আবার যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরমধ্যে ৪২ জন হজ্জ যাত্রীও ছিলেন।
আর/এস