খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: এবার অন্যান্য বারের মত গণগ্রেফতার করা হচ্ছে না। কোন নিরীহ মানুষকে যাতে হয়রানী করা না হয় সেজন্য বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
জাবেদ পাটোয়ারী বলেন, আজ (বৃহস্পতিবার) সারাদিন নিরাপত্তা ব্যবস্থা ভাল ছিল। যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল জনগণের সুরক্ষার জন্য। তাই তেমন কোন ঘটনাও ঘটেনি।
তিনি আরও বলেন, আগামীতে কেউ জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড করার চেষ্টা করলে, তাদের কোন ধরনের সুযোগ দেওয়া হবে না। পুলিশ সদস্যরা জ্বালাও-পোড়াও কর্মসূচি প্রতিরোধে তৎপর থাকবে। তবে গতবারের মত এবার গণগ্রেফতার হচ্ছে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ওয়ারেন্ট ও মামলা রয়েছে, তাদেরই গ্রেফতার করা হচ্ছে। আর গ্রেফতারের সংখ্য খুব নগন্যের থেকে একটু বেশি।
পুলিশের মহাপরিদর্শক বলেন, কোন নিরীহ মানুষকে যাতে হয়রানী করা না হয় সেজন্য বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ যাচাই-বাছাই করেই গ্রেফতার করছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্নস্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে চারজন কাকরাইল এলাকা থেকে এবং দুই জন বকশিবাজার এলাকা থেকে আহত হন।
খবর২৪ঘণ্টা.কম/নজ