খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: হৃতিক রোশন। বলিউডের অন্যতম অভিনেতা। তার পরবর্তী ছবির নাম সুপার থার্টি। এ ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর সঙ্গে দেখা যাবে ৩০ জন শিক্ষার্থীকে, যাঁরা হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করবেন।
অার এ জন্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ১৫ হাজার তরুণের অডিশন নেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে বর্তমানে ৭৮ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সুপার থার্টির জন্য ৩০ জন শিক্ষার্থী বাছাইয়ের কাজ করছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।
সুপার থার্টির জন্য ৩০ তরুণ বাছাইয়ের ব্যাপারে মুকেশ ছাবরা বলেন, ‘ছবির জন্য আমাদের দরকার ১৫ থেকে ১৭ বছর বয়সী ৩০ জন তরুণ-তরুণীকে। বিহার, ভোপাল, মুম্বাই, দিল্লিতে গিয়ে আমরা ১৫ হাজার শিক্ষার্থীর অডিশন নিয়েছি।
এরপর সেখান থেকে প্রথমে ৪০০, এরপর ২০০, ১৫০ আর এখন ৭৮ জনে এসে থেমেছে আমাদের খোঁজ।
বর্তমানে কর্মশালা চলছে। কর্মশালা শেষে ৭৮ জনের মধ্য থেকেই বেরিয়ে আসবে হৃতিক রোশনের ৩০ শিষ্যের নাম। ’
খবর ২৪ ঘণ্টা.কম/ রখা