খবর২৪ঘণ্টা ডেস্ক: কালো ব্যাজ ধারণ ও গণশুনানিসহ দুই দিনের কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ঘণ্টাব্যাপী স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবৈধ সংসদের প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হবে এবং আগামী ২৪ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।’
এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশ নেয় বিএনপি। দলের পক্ষে মির্জা ফখরুল বৈঠকে অংশ নেন।
স্টিয়ারিং কমিটিতে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। তাদের দুজন বৈঠকে যাওয়ার আমন্ত্রণ পেলেও যাননি।
মোশাররফ হোসেন এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকের দাওয়াত পেয়েছি। কিন্তু যেতে পারবো না।’
আগামী ৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট ঘোষিত জাতীয় সংলাপের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘সংলাপটা পরে হবে। আপাতত স্থগিত রাখা হয়েছে।’
প্রধানমন্ত্রীর চা-চক্রে ফ্রন্টের যাওয়া না যাওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, নির্বাচনের পরে আমাদের হাজার হাজার নেতাকর্মী আজকে কারাগারে রয়েছেন, আহত, নিহত রয়েছেন এবং প্রার্থিরাও আহত হয়েছেন।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে চা-চক্রের যে আয়োজন, আমরা মনে করি এটা একটা পরিহাস মাত্র। এই চা-চক্রে যাওয়ার কোনও প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’
গণফোরামের দু’জন নির্বাচিত প্রার্থীর শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল বলেন, ‘এটা তো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, তারা শপথ গ্রহণ করবেন না।’
বৈঠকে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা রেজা কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা, জেএন