খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক গণমাধ্যমের সঙ্গে সরকারি হাসপাতালের নার্সদের কথা না বলতে নির্দেশনা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। গত বুধবার অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
নার্সিং পেশার সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ নার্স বলেন, ‘সম্প্রতি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন নার্স হাসপাতালের কর্মীদের খাদ্যসংকট নিয়ে একটি পোস্ট দেন। তাঁর ওই পোস্ট ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নার্স নেতারা এ নিয়ে হাসপাতাল প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চিঠি ইস্যু করে।’
বিষয়টিতে নার্সেস সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা একটি গণমাধ্যমকে বলেন, ‘আমরা করোনা রোগীদের সেবা করছি। অথচ না পারছি খেতে, না পারছি ঘুমাতে। না দিচ্ছে কোনও প্রটেকশন। ঊর্ধ্বতন কেউ খোঁজও নেয় না। এখন কথাও বলা যাবে না বলে ডিজি থেকে নোটিশ দেওয়া হয়েছে। তারা অন্যায় করবে, আর সে কথা আমরা বলতে পারবো না এ কেমন দেশ? কথা বলাও মুসিবত আমাদের জন্য।’
এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর মহাপরিচালক সিদ্দিকা আক্তার বলেন, ‘কোনও বিশেষ কারণে নয়, সরকারি চাকরি বিধি অনুযায়ী কেউ চাইলেই গণমাধ্যমে কথা বলতে পারেন না। মতামতও দিতে পারেন না, এ চিঠি দিয়ে কেবল সেটুকুই তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।