নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে থেকে প্রকাশিত দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সাংবাদিকসহ কয়েকজনের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন “দৈনিক গণধ্বনি প্রতিদিন” সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার। বুধবার নিজ দপ্তরে ৫০ জন গণমাধ্যমকর্মীর হাতে এই উপহার তুলে দেন সম্পাদক ইয়াকুব শিকদার। এসময় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন উপস্থিত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে সংবাদকর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গণধ্বনি প্রতিদিন সম্পাদক। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চিনিগুড়া চাল, চিনি, সেমাই ও দুধ।
খবর২৪ঘন্টা/নই