নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় পদ্মায় ডুবে নিখোঁজ কলেজ ছাত্র রাকিবুল ইসলাম (১৯) এর খোঁজ মেলেনি। গত বৃহস্পতিবার পদ্মার মানিকের চর এলকায় ডিঙি ডুবে নিখোঁজ হয় রাকিবুল। আজ শুক্রবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম জানান, কালিদাসখালী চরের বাসিন্দা ও বাঘা শাহদৌলা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম ও তার বন্ধু আইন উদ্দিন, সাইফুল
ইসলামের সাথে শখের বশে টিনের তৈরী ডিঙি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ করে বাতাস শুরু হওয়ায় ডিঙি নৌকা নদীতে ডুবে যায়। তার দুই বন্ধু আইন উদ্দিন ও সাইফুল ইসলাম সাঁতরে কিনারে উঠলেও রাকিবুল সাঁতার না জানায় ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা নৌকা ও বেড় জাল দিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েও শুক্রবার বিকেল পর্যন্ত সন্ধান মিলাতে পারেনি। তবে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এস/আর