1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
খুলনা সিটি মেয়র প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৫:১ পূর্বাহ্ন

খুলনা সিটি মেয়র প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: খুলনা সিটি করপোরেশন(কেসিসি) নির্বাচনে মেয়র পদে জমা দেয়া পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রোববার বেলা ১১টায় মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী প্রার্থীদের বৈধ ঘোষণা করেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আটটি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে পাঁচটি। এছাড়া ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৮৯ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়ন জমা দেন। এদিকে মেয়রপ্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এখন ওয়ার্ড কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে।

এছাড়া খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এবার ২৮৯টি কেন্দ্রের এক হাজার ৫৬১টি বুথে ভোটগ্রহণ করা হবে। গত নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বেড়েছে একটি, আর বুথ বেড়েছে ১৪৭টি। এসব কেন্দ্র ও কক্ষে দায়িত্ব পালন করবেন ৪ হাজার ৯৭২ কর্মকর্তা। এ তালিকা তৈরির কাজও শেষ পর্যায়ে।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ শুরু হয়। নির্বাচনে এ এলাকার ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। গত ৩১ মার্চ গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST