খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার র্যাব। বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- আল-মামুন (৩৪) ও রফিকুল ইসলাম (৩৫)। তারা যশোর জেলার ঝিকরগাছা এলাকার বাসিন্দা।
এর আগে ২০১৯ সালের ৩ মে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়া খামার এলাকা থেকে ‘আল্লাহর দলের’ তিনজন সক্রিয় সদস্য ও ৩ ডিসেম্বর খুলনা মহানগরীর লবণচরা থানাধীন খোলাবাড়িয়া এলাকা হতে একই সংগঠনের পাঁচজন সক্রিয় সদস্য এবং গত ১২ জানুয়ারি ২০২০ খুলনার সদর থানাধীন রেলস্টেশন এলাকা থেকে একই সংগঠনের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।