নিজস্ব প্রতিবেদক: কর্মহীন অটোচালকরা খাবারের দাবিতে আজ রোববার সকালে রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডের দাশপুকুর বাইপাশ মোড়ে মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে তারা খিদের জ্বালায় মুক্তি নাই, বাঁচতে চাই সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। এছাড়াও বাঁচার মত বাঁচতে দাও, অর্থ, কর্ম, খাদ্য দাও এমন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।
নগরীর দাশপুকুর এলাকার অটোচালক মাহাবুব আলম (৫০) সহ মানববন্ধনে উপস্থিত আরো অনেক অটোচালক বলেন, প্রায় এক মাস হয়ে গেলেও কোন দিক থেকে তারা এখনো কোন প্রকার খাদ্যসামগ্রী পাননি। পাননি কোন সরকারি সাহায্য সহযোগিতা। ফলে সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তারা এখন মহাবিপদে পড়েছেন।
মানববন্ধনে উপস্থিত অটোচালকরা জানান, ২০০টিওর বেশি অটোচালকের পরিবারে এখন খাবার নেই। তাই তার বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।