নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি না পেলে জনগন মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের রাস্তায় আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সভা যাতে হতে না পারে সেজন্য আগে অনুমতি দেওয়া হয়নি। কোন জেলা থেকে নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি। গাড়ী চলাচল বন্ধ করে দিয়ে রাজশাহীকে ভুতুড়ে শহরে পরিণত করা হয়। রাস্তা বন্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে। ২৯ তারিখ রাতের ভোট ডাকাতির সরকার স্বেরাচার সরকারে পরিণত হয়েছে। জনগন সরকারকে সমর্থন করে না।
জনগনের কাছে জবাবদিহীতা নাই। মানুষের শেষ আশ্রয়স্থল হাইকোর্ট-সুপ্রিম কোর্টকে দলীয়করণ করে বিচার বিভাগকে কুক্ষিগত করেছে। দেশে ক্যাসিনো নিষিদ্ধ। এর সাথে জড়িত রাঘব বোয়ালদের ধরতে হবে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। তাই তিনি খালেদার মুক্তির জন্য আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন। বিশেষ অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পুলিশের মাধ্যমে সরকার টিকে আছে। কেউ ভোট না দিলেও ভোট হয়ে গেছে। লুটপাট করার জন্য ও ক্ষমতাকে স্থায়ী করার জন্য খালেদা জিয়াকে আঁটকে রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে আন্দোলন করে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
আর/এস