খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা তীব্র থেকে তীব্রতর হলেও সরকার গুরুত্ব দিচ্ছে না। বিএনপির চেয়ারপারসনকে নিপীড়ন করার উদ্দেশ্যেই যে কারাগারে রাখা হয়েছে, সেটাই এখনো জারি রেখেছে সরকার। খালেদা জিয়াকে নিয়ে সরকার তার নীতি থেকে বিন্দুমাত্র সরছে না বলে অভিযোগ করেন রিজভী।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য রিজভী বলেন, খালেদা জিয়াকে নিয়ে আপনি সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ’খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। পরিণতির কথা ভাববেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, আমিনুল ইসলাম প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ