সংবাদ বিজ্ঞপ্তি : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর নি:শর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে নগরীর কাদিরগঞ্জ কড়ইতলা এলাকায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহবায়ক নুসরাত এলাহী রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য ও চারঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর আলী সরকার, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শরিফ আলী, মো: সাঈদ, মিতু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশের আগে মহানগর স্বেচ্ছসেবক দলের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে
কাদিরগঞ্জ কড়ইতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা নুসরাত এলাহী রিজভী বলেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াাকে কারাগারে বন্দী করে রেখেছে। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে সরকারের কোনো ষড়যন্ত্রই এদেশের জনগণ সফল হতে দেবে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়া এবং স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর নি:শর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে তিনি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ কারাগারে আটক সকল নেতাকর্মীর মুক্তি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, বেগম জিয়াকে কারাগারে আটকে রেখে আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার যতই ভয়ভীতি দেখানোর যত চেষ্টাই করুক না কেন- তাতে কোনো লাভ হবে না।
খবর২৪ঘণ্টা/এমকে