নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারদন্ডের প্রতিবাদ ও মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
সকাল ১০ টায় নওহাটা বাজারে এ কর্মসূচিতে নেতৃত্বদেন রাজশাহী জেলা বিএনপি সভাপতি এ্যাডঃতোফাজ্জল হোসেন তপু,এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু,জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান,ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক আলী,হোসেন,পল্লী ও সমবায় সম্পাদক শাহাদৎ হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃশরিফুল ইসলাম জনি,নওহাটা পৌর বিএনপি সভাপতি আব্দুল হামিদ,কাটাখালী পৌর বিএনপি সভাপতি জিয়াউর রহমান জিয়া, নওহাটা পৌর বিএনপি সাধারন সম্পাদক মামুনুর সরকার জেড,বিএনপি নেতা মোত্তাজা হোসেন,জেলা বিএনপি সদস্য আকবর সরকার,পবা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক,মোজাফফর হোসেন,নওহাটা পৌর বিএনপি নেতা এমদাদ হোসেন,মামুন হোসেন,এবাদুল ইসলাম,জেলা ছাত্রদল নেতা নাইমুর রহমান দুর্জয়,রায়হান, নাহিদ হোসেন,নওহাটা বাজারে রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ লিফলেট বিতরণের সময় জেলা বিএনপি সভাপতি এ্যাড:তোফাজ্জল হোসেন তপু বলেন বর্তমান অনির্বাচিত সরকার দেশে অঘোষিত বাকশালের রাজত্ব কায়েম করেছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার পায়তার করছে । দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা, জনণন তা প্রত্যাখান করবে । এরপর বেলা ১২ টায় রাজশাহী জেলা বিএনপি সভাপতি মোহনপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় হইতে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন,জেলা বিএনপি’র ধর্ম সম্পাদক আব্দুর কাদের মোল্লা, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ,সিনিয়র-সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবলু,যুগ্ম-সম্পাদক আবুল ক্বালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক কাজিমুদ্দীন,উপজেলা যুবদল সভাপতি আব্দুর রশিদ বাচ্চু,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,জাহানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান এমাজ উদ্দীন,যুবদল নেতা জাকিরুল ইসলাম বকুল,ধূরউল ইউনিয়ন সভাপতি মোঃইলিয়াস হোসেন, ছাত্রদল নেতা শাহরিয়ার সাজ্জাদ,আব্দুর রহিম,আব্দুর রাজ্জাক,রুবেল হোসেন,শিমুল আহম্মেদ,মিঠু সহ বিএনপি যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।
খবর২৪ঘন্টা/এম কে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।