চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌর-উপজেলা ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আলম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, পৌর সভাপতি সফিকুল ইসলাম, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুল হক, উপজেলা যুবদলের সভাপতি আলী আহম্মেদ বাবু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল ফারুক কুইক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন দলের সব কোন্দল ভূলে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে অব্যহতি দানের সব আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়াও বক্তারা বলেন আগামীতে বিএনপি মাঠে থাকবে জানিয়ে আগামী দিনের আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অংশ নেয়ারও আহ্বান জানানো হয়। মানববন্ধন কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সারওয়ার জাহান সেন্টু। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপির নারী-পুরুষ অংশ নেয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ