নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী মহানগরীতে পথসভা করেছে রাজশাহী মহানগর বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়্স্থা নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ পথসভা করা হয়।
পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ্এ্যাড. শফিকুল হক মিলন, নগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা থেকে কারাগারে বন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানানো হয়। সেই সাথে বিএনপির সকল নেতাকর্মীরও মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ। তা নাহলে আন্দোলন করে সরকার পতনেরও ঘোষণা দেন বক্তারা।
খবর২৪ঘণ্টা/এমকে