খবর২৪ঘন্টা ডেস্কঃ
সরকারের স্বদিচ্ছা থাকলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিনেই মুক্তি পেতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির প্রয়োজন নেই। এমন মামলায় জামিন পাওয়া কারান্দি খালেদা জিয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ায় জামিন পাওয়া উনার অধিকার। ওবায়দুল কাদের বলেছিলেন, খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব। বিএনপি সংলাপে খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলতে পারে।
মঈন খান বলেন, আমি বিশ্বাস করি সরকারি ও বিরোধী দলের দেয়া নেয়ার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সম্ভব। কোনও সাংঘর্ষিক পরিবেশের মধ্য দিয়ে মঙ্গল সম্ভব নয়। এ পরিস্থিতিতে যে সংলাপের সূচনা হয়েছে, তার মাধ্যমে সরকারের সদিচ্ছা নিয়ে নিশ্চয়ই অনেক বড় সমস্যার সমাধান হতে পারে। আমরা যেটা দেখিয়েছি, এই সংবিধানের মধ্যে থেকেও রাজনৈতিক অচলাবস্থা নিরসন করে একটি অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।