1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়াকে সরকার মারাত্মক ভয় পায়: মির্জা ফখরুল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে সরকার মারাত্মক ভয় পায়: মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মারাত্মক ভয় পায়। কারণ তিনি গাড়িতে বসে হাত দেখালেই দেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না।

শুক্রবার (০৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, বিএনপির ছয় শর বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, রফিকুল ইসলাম জনপ্রিয় নেতা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা মামলা, আক্রমণ করে লাভ নেই। দেশের মানুষ জেগে উঠেছে।

মির্জা ফখরুলের ভাষ্য, এই সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় বসে আছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই। জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ মিথ্যাবাদী, প্রতারক দল।

বিএনপির মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ ১০ টাকা কেজি দরে চাল, বিনা পয়সায় সার, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল। এখন চালের কেজি ৭০ টাকা। সার ১০০ টাকার বেশি। ভালোভাবে বিদায় নিতে হলে সরকারকে দুর্নীতি বন্ধ করতে হবে। নয়তো পিঠের চামড়া থাকবে না।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team