খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, কারাবন্দি একজন সাধারণ নাগরিকেরও উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার আছে। চিকিৎসা নিয়ে এদিকে সেদিক করার কোনো সুযোগ নেই। অথচ দেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যার অবদান সবচেয়ে বেশি সেই দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা-ভিত্তিহীন মামলায় তাকে কারাগারে বন্দি করে রাখছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সরকার তার সঠিক চিকিৎসা না দিয়ে তাকে আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন। চিকিৎসার সেই ফাইলটা প্রধানমন্ত্রীর দপ্তরে পড়ে আছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ