
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া, আর তাকে কারাগারে বন্দি রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এ বক্তব্য দেন তিনি। তিনি আরো বলেন, আমি গরীব মানুষ। সড়ক পথে টাঙ্গাইল থেকে এসেছি। রাস্তায় রাস্তায় পুলিশ বাধা দিয়েছে। তবে আমাকে ফেরাতে পারেনি। এই মাঠের মানুষদেরও পারেনি। ৫ বার আমাকে আঁটকাতে চেষ্টা করা হয়েছে। আমি বিএনপির সভায় আসিনি, কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সভায় এসেছি। খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে ঐক্যফ্রন্ট অটুট রাখতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এর আগে শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনায় বসুন, বসেননি। এবার আলোচনায় বসেছেন। যেদিন আলোচনায় বসেছেন সেদিনই আপনাদের
বিজয় হয়েছে। আপনারা কি শেখ হাসিনাকে ক্ষমতায় চান? তিনি বলেন, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দেয়নি। আ’লীগ রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছে। আ’লীগ সরকার আমালে যেসব পুলিশ ঘুষ দিয়ে পুলিশে ভর্তি হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। সব টাকা দেওয়া সম্ভব নয়। তবে ১০ লাখ টাকা করে ফেরত দেওয়া হবে। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা কথা দিয়েছিলেন জনসভায় বাধা দেবেন না। কিন্তু আমার গাড়ি পাঁচবার ধরেছে। তারপর আমাকে অন্য রাস্তা দেখিয়ে দিয়েছে। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে হৃদয়ে ধরে বেঁচে থাকবো।
খবর ২৪ ঘণ্টা/এমকে