খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার খালেদা জিয়ার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে। বারবার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের সেই হিংস্রাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটল।’
শুক্রবার সকালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরোর মরদেহে পুষ্পস্তবক শ্রদ্ধা জ্ঞাপন শেষে শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
শুভেচ্ছা বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবারও সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিনাচিকিৎসায় বেগম জিয়ার অবস্থা শোচনীয় পর্যায়ে নেয়ার চক্রান্ত চলছে। সরকার এ জন্য আদালতকে ব্যবহার করছে।’
প্রয়াত পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি শুধু বৌদ্ধ ধর্মীয় গুরু নয়, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বাতিঘর। বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি সব ধর্মের মানুষ তাকে আমরণ স্মরণ রাখবে। তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সব সম্প্রদায়ের সুসম্পর্ক বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করতেন।’
ধর্মীয় গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
খবর২৪ঘন্টা/নই