দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেশটির বিখ্যাত জনস হপকিনস হাসপাতালের এই চিকিৎসক দলটি আজ বুধবার (২৫ অক্টোবর) রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসক টিমের সদস্যরা হলেন- ড. ক্রিস্টোস জর্জিয়াডেস, ড. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ড. হামিদ আহমেদ আব্দুর রব।
দেশে থাকা মেডিকেল বোর্ডের টিমের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকেরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেবেন।
ইতিমধ্যেই খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দিতে মার্কিন এই তিন বিশেষজ্ঞ চিকিৎসককে বাংলাদেশে আসতে সরকারের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, চিকিৎসকদের আসার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।
চিকিৎসক দলের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বিএ/