বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে স্থায়ী জামিন ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এটি বিএনপি নেত্রীর পক্ষে তার পরিবারের তৃতীয় দফা আবেদন।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে খালেদা জিয়ার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। আবেদন পত্রে সই করেছেন খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দার। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র মতে, ‘আবেদনটি যাচাই-বাছাই শেষে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাদের মতামত পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা গেছে, করোনাকালে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে আবেদনপত্রে উল্লেখ রয়েছে। এছাড়াও এই সময়ে তার কোনো পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। তাই চিঠিতে চিকিৎসার সুবিধার্থে তাকে বিদেশ নিয়ে যাওয়ার অনুমতি দেয়ার আবেদন করা হয়েছে।
২৫ মার্চ খালেদা জিয়ার দ্বিতীয় দফা মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
জেএন