খবর২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় সাজা প্রদানের প্রতিবাদে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ বুধবার সকালে ঢাকার শান্তিনগর বাজারসংলগ্ন প্রধান সড়কে পথসভা ও বিক্ষোভ মিছিল হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পথসভা ও মিছিলে দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পথসভা শেষে মিছিলটি শান্তিনগর কাঁচাবাজার থেকে শুরু হয়ে শান্তিনগর মোড় পার হয়ে শেষ হয়।
পথসভায় রুহুল কবির রিজভী বলেন, দেশকে গোরস্থানের নীরবতায় নামিয়ে আনতেই গণতান্ত্রিকভাবে স্বীকৃত সব অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশ এখন চলছে হরণের নীতিমালা দিয়ে। সে জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আপসহীন নেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।
রিজভী বলেন, জুলুম-অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানান।
/জেএন