খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকায় মানহানির দুই মামলা ও কুমিল্লার নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ থেকে এই আদেশ এসেছে।
সূত্র জানায়, গত ৩১ মে ঢাকার দুটির মানহানির মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন হাইকোর্ট। আদেশে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতকে তার জামিন আবেদন নিষ্পত্তি করতে বলা হয়। একই সঙ্গে ‘আসামি কারাগারে আছে’ উল্লেখ করে তার জামিন আবেদন দাখিল করলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশের দিয়ে ম্যাজিস্ট্রেট বড় ধরনের ভুল করেছেন বলে হাইকোর্ট মন্তব্য করেন। এ সময় হাইকোর্ট বেশ কিছু পর্যবেক্ষণ দেন।
পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আজ রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে লিভ টু আপিল দায়ের করেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি নিয়ে খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামী ২৫ জন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
এদিকে আজ খালেদা জিয়ার কুমিল্লার নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালত এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নিষ্পত্তি করতে বলেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ