খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। আইনজীবীদেরে একজন প্যারোলে মুক্তির দাবি জানালেও অন্যজন বলছেন আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার কথা।
এর আগে বুধবার রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক বিবেচনায় খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। খন্দকার মাহবুব হোসেনের এই বক্তব্যের বিরোধিতা করেছেন আরেক আইনজীবী জয়নুল আবেদীন। প্যারোলের বক্তব্য খন্দকার মাহবুবের ‘ব্যক্তিগত মত’ বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন জয়নুল আবেদীন।
খন্দকার মাহবুব ও জয়নুল দুজনই বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বিএনপির প্যানেল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন খন্দকার মাহবুব, জয়নুল এখন সভাপতি।
বুধবার খন্দকার মাহবুব ঢাকায় তার বাড়িতে সাংবাদিকদের বলেছিলেন, এখন সরকার কেবল প্যারোলে মুক্তি দিলে খালেদা জিয়া বেরিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে এলে জয়নুল আবেদীনের কাছে খন্দকার মাহবুবের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
তিনি বলেন, আমাদের একজন আইনজীবী (খন্দকার মাহবুব) সংবাদ সম্মেলন করে প্যারোলে মুক্তি চেয়েছেন। আমরা মনে করি, এটি তার ব্যক্তিগত মতামত। আমরা আইনজীবী সমাজ এটি মনে করি না। তার ব্যক্তিগত মতামতের উপরে আমরা কোনো বক্তব্য রাখতে চাই না।
খালেদাকে তার ইচ্ছা অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে জয়নুল বলেন, অতীতে এরকম অনেক উদাহরণ আছে যে, কয়েদিরা ব্যক্তিগতভাবে খরচ বহন করে চিকিৎসা নিতে পারেন। সেই কারণেই পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি করা হয়। আমাদের বিশ্বাস ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে আবেদন গ্রহণ করে ইউনাউটেড হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করবে। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির বিএনপিপন্থি সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। তার চিকিৎসার জন্য খন্দকার মাহবুব হোসেন সম্ভবত এ দাবি করেছেন।
প্রসঙ্গত, বুধবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে কারাবন্দি থেকে খালেদা জিয়ার রোগ আরও জটিল আকার ধারণ করেছে, তৈরি করেছে জীবন শঙ্কা। এ অবস্থায় প্রচলিত আইনের ধারাবাহিকতায় দ্রুত মুক্তির সুযোগ না থাকায় প্যারোলই একমাত্র সমাধান।
খবর২৪ঘণ্টা.কম/নজ