খবর২৪ঘণ্টা ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে মাহিন ত্রিপুরা (৩০) নামে এক ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে পাহাড়ের আঞ্চলিক দুই গ্রুপের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এমকে