ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

খবর গোল ডটকম’র দ্বিতীয় মেসি পাওয়া সম্ভব, দাবি বিজ্ঞানীদের!

অনলাইন ভার্সন
মার্চ ২৫, ২০১৯ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক:মেসি অদ্বিতীয়। তার তুলনা হয় না। দ্বিতীয় মেসি আর পাওয়া সম্ভব নয়। এই কথাগুলো প্রায়ই শুনতে পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা এ কথা মানছেন না। তাদের দাবি, দ্বিতীয় মেসি পাওয়া সম্ভব। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে মেসির ক্লোন তৈরি সম্ভব বলে মনে করছেন তারা।

ইউরোপিয়ান জিনোমিফেনম আর্কাইভের প্রধান ও জিন বিশেষজ্ঞ আর্কাডি নাভারো বলেন, ‘‌এখনকার প্রযুক্তি ব্যবহার করে মেসির ক্লোন তৈরি অবশ্যই সম্ভব। দেখে মনে হবে মেসির যমজ ভাই। মেসির মতোই ক্ষমতা থাকবে এই দ্বিতীয় মেসির। কারণ জিনগত ভাবে দুজনেই এক থাকবে।’‌ তবে পাশাপাশি তিনি আরও বলেন যে, জিন ছাড়াও আরও অনেক বিষয় আছে। ‌শুধু জিনগত কারণেই মেসি আজ মেসি হয়নি।

আরও অনেক কিছু আছে। ওর শিক্ষা, লা মাসিয়ায় (‌বার্সেলোনার একাডেমি)‌ ওর ট্রেনিং, ওর চিকিৎসা এগুলোও ধরতে হবে। জিন আমাদের শুধু ক্ষমতা দেয়। সেই ক্ষমতার বিকাশটা নিজেকেই করতে হয়।’‌‌ 

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।