1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধ পরিকর-পররাষ্ট্র প্রতিমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধ পরিকর-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুলাই, ২০১৮

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দেশ। ঘরে ঘরে বিদুৎ,শিক্ষা,বাসস্থান,কর্মসংস্থান ও গ্রামের রাস্তা ঘাটের উন্নয়ন ব্যাপক উন্নয়ন হয়েছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বর্তমান সরকারের গত নয় বছরে দারিদ্রের সংখ্যা কমে ২২ শতাংশে নেমে এসেছে। ২০২১ সালের মধ্যে দেশ দারিদ্রমুক্ত হবে। মাদক ও বাল্য বিবাহের প্রতি জেহাদ ঘোষনা করেছে সরকার। এ বিষয়ে জনগনকেও সচেতন হতে হবে।

সোমবার  রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বয়স্ক অসচ্ছল, প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতার চেক বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেছেন বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সাংসদ শাহরিয়ার আলম।

এসময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের মিথ্যা ও চক্রান্ত রুখে দিতে হবে। দেশবাসীর সদিচ্ছায় তাদের সব চক্রান্ত আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বাধীন আওয়ামীলীগের বিকল্প নাই। এজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগনের ধারাবাহিক উন্নয়নে অংশগ্রহনের দাবি জানান মন্ত্রী।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজার সভাপতিত্বে ৭৮জন অসচ্ছল,দুঃস্থ প্রতিবন্ধী, বয়স্ক,স্বামী পরিত্যাক্তা ও বিধবাদের ভাতা চেক বই বিতরন করেন। এছাড়াও প্রতিমন্ত্রীর সেচ্ছা তহবিল থেকে দুঃস্থসহ মসজিদ,মাদ্রাসা,গনপাঠাগারে ৫লাখ ৩০হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।
ওয়াহিদ সাদিক কবীরের সঞ্চালনায়, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা সমাজা সেবা কর্মকর্তা আবদুল হান্নান, ওসি রেজাউল হাসান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, ফাতেমা খাতুন লতা, অধ্যক্ষ নছিম উদ্দীন, আবদুল কুদ্দুস সরকার, প্যানেল মেয়র-১ শাহিনুর আলম পিন্টু, সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ।

বিকেলে বাঘা উপজেলার দু’টি রাস্তার উদ্বোধন করেন এবং সকালে আড়ানী ক্ষ্যাপাবাবার আশ্রম সংলগ্ন কেন্দ্রীয় শ্নশানের চুল্লি নির্মান কাজ ও চকবাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team