1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্ষমতায় আসি বা না আসি উন্নয়ন যেন থেমে না যায়: প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

ক্ষমতায় আসি বা না আসি উন্নয়ন যেন থেমে না যায়: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ক্ষমতায় আসি বা না আসি দেশের উন্নয়ন অগ্রগতি যেন থেমে না যায়। ভবিষ্যতে বাংলাদেশ আর কারো কাছে হাত পেতে চলবে না।
শনিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিবিদ ইনস্টিটিউশন ৬ষ্ঠ জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার সরকারগুলোর চিন্তা ছিল বৈরি। ওই সময়ে সারের দাবিতে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। জানি না এমন ঘটনা আর কোথাও ঘটেছে কি-না।
প্রধানমন্ত্রী বলেন, পচাত্তরের পরবর্তী সরকারগুলোর চিন্তা ছিল ব্যবসা। তাঁরা চায় নি বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াক। তারা চেয়েছিল বাঙালি বিক্ষুক জাতি হিসেবে থাকুক। তাই তো বিএনডিসি বন্ধ করে দিয়েছিল।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে কৃষিকে গুরুত্ব দেওয়া শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। এক সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। আজ সার কৃষকের দোঁড়গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে।
কৃষিক্ষেত্রে তাঁর সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ ২ কোটি ১৩ লাখেরও বেশি মানুষ কৃষি উপকরণ কার্ড পেয়েছে। তাঁদের কাছে কৃষি উপকরণ পৌছে যাচ্ছে। আমরা কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি। আজ বর্গাচাষীরা জামানতবিহীন ঋণ পাচ্ছে। ১ কোটি কৃষক ভর্তুকি পাচ্ছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team