1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্ষতিকর ৮৫টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

ক্ষতিকর ৮৫টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: অন্তত ৮৫টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল৷ এই অ্যাপগুলি এতদিন অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেত৷ কিন্তু এই অ্যাপগুলির মাধ্যমে স্মার্টফোনে হানা দিত অ্যাডওয়ার৷ এই কারণে এই অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে দেওয়া হয়েছে৷

যে ৮৫টি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে টিভি, গেম ও বেশ কিছু রিমোটচালিত অ্যাপ৷ এই অ্যাপগুলি লক্ষ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে৷ ব্লগে সিকিউরিটি রিসার্চার ট্রেন্ড মিক্রো জানিয়েছেন, এই ৮৫টি অ্যাপের মধ্যে ‘Easy Universal TV Remote’ নামে একটি অ্যাপ আছে৷ যেটি প্লে স্টোর থেকে পাঁচ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে৷ অ্যাপ ডাউনলোড করার পর ফুল স্ক্রিন অ্যাড মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে৷ স্ক্রিনে বার বার উইজার বা ব্যবহারকারীকে কনটিনিউ বাটন প্রেস করতে বলে৷ প্রতি ক্লিকে একটি করে অ্যাড পেজ খুলতে থাকে৷ একদম শেষে অ্যাপ্লিকেশনটি ক্র্যাশ করে যায়৷ ব্লগে লিখেছেন ট্রেন্ড মিক্রো৷

এই অ্যাপ আসলে অ্যাডওয়ার৷ এটি একধরনের সফটওয়্যার যেটি কোনও স্মার্ট ফোন বা কম্পিউটারে প্রবেশ করলে সেগুলির ক্ষতি করতে পারে৷ এটি ডাউনলোড হয়ে গেলে মোবাইল আনলক করলেই ইউজারদের মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে নানা বিজ্ঞাপন৷ তাতেই ক্ষতি হয় ফোনটির৷ এই ৮৫টি অ্যাপের মধ্যে রয়েছে, স্পোর্টস টিভি, টিভি ওয়ার্ল্ড, আমেরিকান মাসল কার, এসি রিমোট, টিভি রিমোট, বাস ড্রাইভার, পার্কিং গেম, রেসিং ইন কার থ্রিডি গেম, নাইজেরিয়া টিভি, টিভি ইন ইংলিশ, পাইরেট স্টোরি, ফটো এডিটর কলেজ ১, স্প্যানিশ টিভি ইত্যাদি৷

গত বছর ২২টি এরকম ক্ষতিকর অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেয় গুগল৷ রিপোর্ট অনুযায়ী এই অ্যাপগুলি ২ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST